ন্যান্সির গানে ঠোঁট মেলালেন সুজানা (ভিডিও)
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সির ‘আমি ছুঁয়ে দিলেই’ গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন অভিনত্রেী ও মডেল সুজানা জাফর। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। বান্দরবানের নীলগিরিতে ভিডিওটির শুটিং হয়েছে। গত পরশু ইউটিউবে গানটি ছাড়া হয়েছে। ইতিমধ্যে, প্রায় সাড়ে তিন হাজার দর্শক ভিডিওটি উপভোগ করেছেন। সুজানা জানালেন, ‘গানটি রিলিজের পর থেকেই প্রচুর ফোন, এসএমএস পাচ্ছি। অনেকেই ভালো প্রতিক্রিয়া জানিয়েছে। বছরের শেষ মিউজিক ভিডিওটা দর্শকদের এতোটা ভালো লাগবে কল্পনাও করিনি। আমি অভিভূত।’
উল্লেখ্য, বছরের মাঝামাঝিতে ‘আমি ছুঁইয়ে দিলেই’ শিরোনামে মিক্সড অ্যালবামটি প্রকাশ হয়েছে। এতে ন্যান্সির পাশাপাশি গান করেছেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, শাকিলা জাফর, কনক চাঁপা। অ্যালবামে মোটা সাতটি গান রয়েছে।
দেখুন গানটির মিউজিক ভিডিও
https://youtu.be/msBA33SWQuA
মন্তব্য চালু নেই