উৎসবমুখর পরিবেশে চলছে নাসিক নির্বাচন
উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। গণতন্ত্রের উৎসবে শামিল হতে নির্বাচন কমিশন নির্ভয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে লড়াই হবে মূলত নৌকা আর ধানের শীষে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে পুরো নগরীতে দায়িত্ব পালন করছে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে সব আয়োজন শেষ করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট উৎসব শেষ করতে প্রশাসনকে কঠোর নির্দেশ ইসির।
মূলত নৌকা আর ধানের শীষের মধ্যে লড়াই হলেও প্রতিদ্বন্দ্বিতায় আছে ২০১ জন প্রার্থী। ৭টি রাজনৈতিক দলের ৭ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থী ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৩৮ জন।
নির্বাচনকে সুষ্ঠু করা সব পক্ষের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
পুলিশ, র্যাব, আনসার ভিডিপি ও কোস্টগার্ডসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। থাকছেন ৪ হাজার ৮৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা।
নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। ভোটকেন্দ্র ১৭৪টি। ভোটকক্ষ ১৩৪টি। ১৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে সবগুলোকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে ইসি।
প্রত্যেকটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ জন সদস্য কেন্দ্রের ভেতরে পাহারা দেবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রের বাইরে থাকবে র্যাব-পুলিশসহ আনসার বাহিনীর স্ট্রাইকিং ফোর্স।
মন্তব্য চালু নেই