নৌকাসহ শতাধিক রোহিঙ্গাকে ফেরত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে নাফ নদী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

সোমবার ভোরে নাফ নদী থেকে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি-২ ব্যাটেলিয়নের উপঅধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফের খারাংখালী ও হ্নীলা সীমান্ত দিয়ে সাতটি নৌকায় করে এসব রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়।

কিন্তু বিজিবি জওয়ানরা টের পেয়ে রোহিঙ্গা নৌকাগুলোকে মিয়ানমারের দিকে ফেরত পাঠায়। নৌকাগুলোতে নারী-শিশুসহ শতাধিক রোহিঙ্গা ছিল বলে জানান মেজর আবু রাসেল।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে অভিযানের নামে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, ধর্ষণ ও ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে।

এরপর থেকে প্রতিদিনই প্রাণ বাঁচাতে সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে নাফ নদী হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসার চেষ্টা করছে। জাতিসংঘের হিসাবে, ৯ অক্টোবর থেকে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।



মন্তব্য চালু নেই