নৌকাবাহী ৯১ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত

নাফ নদী হয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬টি নৌকা বোঝাই ৯১ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

বুধবার ভোর রাতে টেকনাফে বিজিবি জোয়ানদের বাধার মুখে রোহিঙ্গা নৌকাগুলো মিয়ানমারে ফেরত যায়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী সাংবাদিকদের জানান, নাফনদীর ৪টি পয়েন্ট দিয়ে ৬টি নৌকা বোঝাই অন্তত ৯১ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

এ সময় সীমান্তের বিজিবির কড়া নজরদারীর কারণে তারা বাধার মুখে পড়ে। এক পর্যায়ে রোহিঙ্গা বোঝাই নৌকাগুলো মিয়ানমারের দিদে ফেরত যেতে বাধ্য হয়।

এদিকে গত মঙ্গলবার ভোর রাতে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কালে ৩৪ বিজিবি শিশুসহ ৩৭ নারী পুরুষকে ফেরত পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই