নোয়াখালী হাতিয়ায় শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী নবীর উদ্দিন প্রকাশ বশির কসাইকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে পৌরসভার ওছখালী পুরান বাজার এলাকা থেকে গ্রেফতার তাকে করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসী বশির কসাই হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের শাহে আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, ডাকাতি, চাঁদাবাজী সহ হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানায়, শীর্ষ সন্ত্রাসী বশির কসাইকে পৌরসভার ওছখালী পুরান বাজার সংলগ্ন একটি বাড়ির জুয়ার আসর থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। সে বন বিভাগের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী।
মন্তব্য চালু নেই