নোয়াখালী স্কুল এ্যাথলেটিকসের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর পুরাতন শহর সোনাপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী আহ্মদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক স্কুল এ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে এ্যাথলেটিকসের নানা ইভেন্টে বিজয়ী শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা। সোমবার (১১ এপ্রিল) দুপুরের আহ্মদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুদ্দিন জেহান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি ও ক্রীড়া সংস্থার সহসভাপতি ফিরোজ আলম মতিন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির, সোনাপুর পৌর বাজার কমিটির সেক্রেটারী সৈয়দ জামাল নাছের লিটন, পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন, সমাজসেবক আবদুল জলিল, প্রাক্তন শিক্ষক আমির হোসেন, যুবলীগ নেতা আলী আজ্জম লিমন, আবু সাঈদ কাউসার, রাশেদ রানা প্রমুখ। এরআগে, শিক্ষার্থীদের অংশগ্রহনে দেশাত্ববোধক নৃত্য পরিবেশন করা হয়। পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
মন্তব্য চালু নেই