নোয়াখালী সরকারী কলেজে নবীনবরণে ছাত্রদলের মিছিল

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী সরকারি কলেজের স্নাতক সম্মান (অনার্স) প্রথমবর্ষের শিক্ষার্থীদের কলেজে আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে ছাত্রদল।

মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন বিভাগ প্রদক্ষিণ করে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মিছিল শেষে কলেজের অধ্যক্ষ আবদুল জলিল অডিটরিয়ামের সামনে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করে সংগঠনের কলেজ শাখা।

এসময় বক্তব্য রাখেন, কলেজ শাখার প্রধান সমন্বয়ক আজগর উদ্দিন দুখু। উপস্থিত ছিলেন সহকারি সমন্বয়ক আনোয়ার হোসেন রকি, সদস্য আমিরুল ইসলাম সুজন, ইমরান হোসেন সাগর প্রমুখ।

বক্তারা কলেজে ছাত্র সংসদ চালু করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের পথ সুগম করার দাবী জানান। একই সাথে কলেজে রাজনীতির নামে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দাঁড়াতে নতুনদের আহ্বান জানান।



মন্তব্য চালু নেই