নোয়াখালী রামগঞ্জ ও চাটখিলে মাদসহ আটক ৬

নোয়াখালীর চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে চাটখিল পৌরসভার ফতেপুর এলাকা থেকে ৪ জন ও চাটখিল-রামগঞ্জ মহাসড়কের দশঘরিয়া এলাকার কারী সাবের পোলের কাছ থেকে ২ জন সহ মোট ৬ জনকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে- চাটখিল পৌরসভার ফতেপুর গ্রামের মেজবাহ উদ্দিন সবুজ (২০), ত্রিঘরিয়া গ্রামের ওমর ফারুক বাবলু (২১), ফতেপুর গ্রামের মাহমুদুল হাসান রিয়াদ (২৩), মধ্য বদলকোট গ্রামের সামছুল আলম তুহিন (১৯), সুন্দরপুর গ্রামের মো: রফিকুল ইসলাম (২৬) ও রামগঞ্জ উপজেলার উত্তর চন্ডীপুর গ্রামের মো: শরিফ হোসেন (২০)।

চাটখিল থানার ওসি মো: নাসিম উদ্দিন জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। মাদক প্রতিরোধে উপজেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য চালু নেই