নোয়াখালী পৌরসভায় চেক জালিয়াতির মামলায় কাউন্সিলর গ্রেফতার
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর নবী সোহাগ (৩৫) নামে নোয়াখালী পৌরসভার এক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌরসভার ফকিরপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও একই ওয়ার্ডের উত্তর ফকিরপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, ২০০৫ সালে দায়েরকৃত চেক জালিয়াতি মামলায় গত বছরের ২০ জানুয়ারি ঢাকার ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সোহাগের বিরুদ্ধে দন্ডাদেশ প্রদান করেন। ওই সময় আদালত তার বিরুদ্ধে তিন মাসের সশ্রম কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেন। আদেশকালে সোহাগ পলাতক ছিলেন। সংশি¬ষ্ট আদালতের নির্দেশ সম্বলিত প্রেরিত গ্রেফতারি পরোয়ানার আলোকে তাকে সুধারাম থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহাগকে নোয়াখালীর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। আলাদত সূত্র জানায়, আদালতে সোপর্দ করা হলে সোহাগের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালতের বিচারক সমরেশ শীল শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো ও সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নির্দেশ দেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চেক জালিয়াতি মামলায় কাউন্সিলর সোহাগকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সংশি¬ষ্ট আদালতে গ্রেফতারী পরোয়ানার আলোকে তাকে গ্রেফতার করা হয়।
মন্তব্য চালু নেই