নোয়াখালী জেলা ও দায়রা জজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমদের বিরুদ্ধে কতিপয় আইনজীবী মহলের আনিত মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ বিচার প্রার্থীরা।

দুপুর ১২টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বিচার প্রার্থীদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় সাধারণ বিচার প্রার্থীরা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালনকারী ও দূর্ণীতির বিরুদ্ধে সোচ্চার মাননীয় জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমদের বিরুদ্ধে কতিপয় আইনজীবী বিভিন্ন মহলে মিথ্যা অভিযোগ করছেন।

মূলত জেলা জজের কারণে তারা দূর্ণীতি করতে না পেরে এমন মিথ্যা অভিযোগ করছেন। তাই অতি দ্রুত এসব মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছেন তারা।



মন্তব্য চালু নেই