নোয়াখালী চাটখিল প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা
এম.এ. আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে চাটখিল উপজেলার শিক্ষা কমিটির উদ্যোগে সোমবার দুপুরে পরকোট ইউনিয়ন কমপ্লেক্স ভবনে পরকোট ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কমিটির সভাপতি চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবরাউল হাসান মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আনোয়ার, পরকোট ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, এডভোকেট আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার নুরুজ্জামান, বেলাল হোসেন চৌধুরী, শামিমা আক্তার মেরী, মিজানুর রহমান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শামছুদ্দিন, নুরুজ্জামান প্রমুখ। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই