নোয়াখালী চাটখিলে মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার চাটখিল উপজেলা পরিষদ পূর্বামঞ্চে চাটখিলের সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবরাউল হাসান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার মোঃ হাসান ও মোঃ আবুল কাশেম, দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক সালেহ আহম্মেদ সুমন প্রমুখ। সংবর্ধনা সভার পূর্বে মুক্তিযোদ্ধাদের এক র্যালি চাটখিল পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।
মন্তব্য চালু নেই