যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে

নোয়াখালী চাটখিলের রেজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের

চাটখিল উপজেলার রেজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ন ভবনে পাঠ দান করা হচ্ছে। জরাজীর্ন ভবনটি যে কোন সময় ধসে পড়ে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসি সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামে ১৯১০ সালে মরহুম ইউনুস হাজ্বী ও মুসলিম মাষ্টারের উদ্যোগে গ্রামবাসির সহযোগীতায় বাঁশ,কাঠ দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

বিদ্যালয়টির মাঠ সহ মোট ৬৬ শতাংশ ভূমি আছে। ১৯৬৮ সালে বিদ্যালয়টির উত্তর পাশে টিনসেট পাকাঘর নির্মান করা হয়, কালক্রমে এ ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়লে ১৯৯৬ সালে পূর্বে পাশে এলজিইডি নির্মিত ৪ কক্ষ বিশিষ্ট ভবনে ক্লাশের কার্যক্রম শুরু করা হয়। কিন্তু নতুন ভবনের নির্মান কাজ অত্যান্ত নিম্ন মানের হওয়ায় এ ভবনটির অবস্থাও এখন বেহাল দসা। সামান্য ঝড় তুপানে ভবনটি ভেঙ্গে পড়তে পারে। ভবনটির চাদ ও ওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। বদলকোট ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম রেজ্জাকপুর, এই গ্রামে মাত্র একটি প্রাথমিক বিদ্যালয়।

বর্তমানে এই বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২২৩ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে। প্রাক-প্রাথমিক শেনীতে আছে ২১ জন ছাত্র/ছাত্রী। শিক্ষক-শিক্ষিকা ৮ জন। উপস্থিত এলাকাবাসি মামুনের রাসেল, নুরুল ইসলাম, সাইদুর রহমান, জাকির হোসেন, মিজানুর রহমান, ইয়াছিন আরাফাত, সজিব ও ছাত্র/ছাত্রী অভিভাবকগণ বিদ্যালয়টি অনতিবিলম্বে সংস্কার করে ছাত্র/ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ঝুকি মুক্তভাবে পাঠ দানে সহযোগীতা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।



মন্তব্য চালু নেই