নোয়াখালী কবিরহাট পৌরসভায় আ’লীগে রায়হান মেয়র নির্বাচিত

এম.এ. আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জহিরুল হক রায়হান নৌকা প্রতীক নিয়ে ৯ কেন্দ্রের মধ্যে ৭ কেন্দ্রের ফলাফলে ৫ হাজার ৩৭৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে ২ হাজার ২৪০ ভোট পেয়েছেন। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৩ হাজার ১৩৩। যা বাকী দুই কেন্দ্রের ভোটে কোনো প্রভাব পড়বে না। রোববার (২০ মার্চ) রাত ৮টার দিকে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। কবিরহাট পৌরসভায় প্রায় ২৫ হাজার জনসংখ্যার বিপরীতে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৯৭ জন। এর মধ্যে মহিলা ভোটার ৬ হাজার ৭২১ ও পুরুষ ভোটার ৬ হাজার ৬৭৬ জন। ২০ মার্চের নির্বাচনে দুই মেয়র প্রার্থী, ৯টি ওয়ার্ডে ৩০ সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত আসনে ১০ মহিলা কাউন্সিলর সহ মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, দিনব্যাপী ভোটগ্রহন চলাকালে অনিয়ম ও জাল প্রদানের অভিযোগে ৯ কেন্দ্র্রের মধ্যে ২ কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুইটি হলো, ৬নং ইন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৮নং আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।



মন্তব্য চালু নেই