নোয়াখালীর সেনবাগে মাদকসহ স্বামী-স্ত্রী আটক
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৭ বোতল বিয়ার ও ১৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (১২ এপ্রিল) দুপুর দিকে ছাতারপাইয়া বাজারের পাশ্ববর্তী কানা জহিরের বাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে ছাতারপাইয়া গ্রামের আবদুস সালামের ছেলে জহিরুল ইসলাম প্রকাশ কানা জহির (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (২৭) ও একই এলাকার রহিম বক্সের ছেলে শহিদুল ইসলাম (৩২)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ার ও ইয়াবা সহ মাদক স¤্রাট কানা জহির এবং তার স্ত্রী সহ ৩ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই