খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে

নোয়াখালীতে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নোয়াখালী জেলা শাখা।

রোববার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা অংশ নেয়। জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহ জাফর উল্যা রাসেলের নেতৃত্বে জেলা জজ কোর্ট সড়ক থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম কিরন, বিএনপি নেতা ভিপি জসিম, ভিপি পলাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ম আাহবায়ক আবদুল করিম মুক্তা, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, সুধারাম থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবদুল হক শেকু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম কলিম উল্যা, শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, ছাত্রদল নেতা সামছুদ্দোহা মিঠু, নিজাম মধু, আজগর উদ্দিন দুখু প্রমুখ।

মিছিল শেষে শহরের বড় মসজিদ মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে অতিদ্রুত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।



মন্তব্য চালু নেই