নোয়াখালীতে সাঁড়াশি অভিযানে আটক ৫০

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের ২য় দিনে নোয়াখালীতে জামায়াত-শিবিরের পাঁচ কর্মী সহ ৫০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। তবে আটককৃতদের নামপরিচয় জানা যায়নি। বিভিন্ন থানা সূত্রে জানা যায়, সুধারাম থানায় ২ জামায়াত-শিবির কর্মী সহ ৬ জন, বেগমগঞ্জ থানায় শিবিরের ২ কর্মী সহ ৮ জন, সোনাইমুড়ী থানায় শিবিরের এক কর্মী সহ ৬ জন, সেনবাগ থানায় ৬ জন, হাতিয়ায় থানায় ১০ জন, কোম্পানীগঞ্জ থানায় ৫ জন, চরজব্বর থানায় ৪ জন, চাটখিল থানায় ৫ জন। জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, জেলার ৯ উপজেলায় এ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ কর্মী সহ ৫০ জনকে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই