নোয়াখালীতে সরকারের সাফল্য-উন্নয়ন ভাবনায় প্রেস ব্রিফিং
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃত্তকরণের লক্ষ্যে নোয়াখালীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং করা হয়েছে।
মঙ্গরবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় জেলা তথ্য অফিসে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃত্তকরণের লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন সময়ে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ সায়েম হোসেনের সভাপতিত্বে এসময় আলোচনা করেন, সাংবাদিক একেএম জোবায়ের, মনিরুজ্জামান চৌধুরী, মীর মোশারফ হোসেন মীরন, মেজবাহ উল হক মিঠু, হুমায়ূন কবির, সাইফুল্লাহ কামরুল, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, ফয়জুল ইসলাম জাহান, এম.এ আয়াত উল্যা প্রমুখ।
মন্তব্য চালু নেই