নোয়াখালীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা খুনিকে অস্ত্রসহ গ্রেপ্তার
নোয়াখালীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনি সাহাব উদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে বেগমগঞ্জ উপজেলার কবিরহাট এলাকায় তিতা হাজরা গ্রামের মো. জহির উদ্দিন (৩১) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জহির উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতা হাজরা গ্রামের মুন্সী ব্যাপারী বাড়ির নুরুল আমিনের ছেলে। সে স্থানীয় যুবলীগের রাজনীতির একজন সক্রিয় কর্মী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্থানীয় যুবলীগ কর্মী জহিরকে অজ্ঞাতপরিচয় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্র হাতে ধাওয়া করে। একপর্যায়ে জহির নিজ বাড়ির কাছাকাছি এসে রাস্তার উপর পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য চালু নেই