নোয়াখালীতে মাদকবিরোধী প্রচারণায় পুরস্কার বিতরণ
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : মাদক বিরোধী অভিযান ও প্রচার-প্রচারণা মাস উপলক্ষে নোয়াখালীতে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ সচেতনা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাদকবিরোধী আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। ছাড়াও প্রাপ্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আরমান আক্তার মুন্নী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ মজিবুল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল মোমিন বি.এসসি। রে মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
মন্তব্য চালু নেই