নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন
‘সাংবাদিকতাকে সমৃদ্ধ হতে দাও’ শ্লোগানে নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপনে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে ‘মুক্ত সাংবাদিকতা আমার অধিকার’ ব্যানারে ও নানা আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদ্যাপন করা হয়। নোয়াখালী প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, সাংবাদিক বিজন সেন, শাহ ওসমান সুজন, রুদ্র মাসুদ, বোরহান উদ্দিন, ফুয়াদ হোসেন, জাহিদুর রহমান শামীম, আবু নাছের মঞ্জু, আবদুর রহিম বাবুল, মাহবুবুর রহমান, আকবর হোসেন সোহাগ, ফয়জুল ইসলাম জাহান, মাওলা সুজন, সুমন ভৌমিক, মো. সোহেল ও সাংস্কতিক ব্যক্তিত্ব আনম জাহের উদ্দিন, উন্নয়ন কর্মী নুরুল আলম মাসুদ প্রমুখ। আলোচনাসভা শেষে উপস্থিত সকল সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহনে প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়।
মন্তব্য চালু নেই