নোয়াখালীতে বিশেষ অভিযানে আটক ৪৫

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের ঘোষিত সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের ৬ষ্ঠ দিনে নোয়াখালীতে জামায়াত-শিবিরের চার কর্মী সহ ৪৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দিনগত মধ্যরাত থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরো একদিন এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য চালু নেই