নোয়াখালীতে বিএনপি-জাতীয় পার্টি থেকে ২৮৯ জন নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির হাতে ফুল ও সোনার নৌকা তুলে দিয়ে বিএনপি-জাতীয় পার্টি থেকে ২৮৯জন শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় একরামুল করিম চৌধুরীর কবিরহাটের বাসভবন প্রাঙ্গনে বৃহত্তর নোয়াখালী ট্রাক পিকআপভ্যান মালিক-শ্রমিক দত্তেরহাট প্রধান কার্যালয়ের উদ্যোগে যোগদান সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা সামছুদ্দিন জেহান, সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, বৃহত্তর নোয়াখালী ট্রাক পিকআপভ্যান মালিক সমিতির সভাপতি আলী আজ্জম সেলিম, সহসভাপতি বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা আবু তাহের, আবদুল মমিন বিএসসি, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম সবুজ, হাসেম কোম্পানী প্রমুখ।

আওয়ামীলীগে যোগদান করায় নতুন নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী এমপি ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা দলের নির্দেশে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করেছেন, কিন্তু আওয়ামীলীগের কোনো নেতাকর্মীকে কি হত্যা করতে পেরেছেন। সরকারকে হটাতে হলে প্রথমে আপনারা ঢাকাকে অচল করে দিতে হবে, সেটা না করে সারাদেশে পেট্রোল বোমার রাজনীতি করেন। পেট্রোল বোমার রাজনীতিতে আপনাদের অবস্থান শূন্যের কোটায়। আপনারা আগামী ৩০ বছরেও এ ধরনের রাজনীতির চর্চা করে ক্ষমতা আসতে পারবেন না।



মন্তব্য চালু নেই