নোয়াখালীতে বাস ও ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

নোয়াখালী জেলা শহর মাইজদীর নতুন বাসষ্ট্যান্ডে একটি মিনিবাস ও দত্তেরহাট বাজার এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুবৃত্তরা। মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, একটি যাত্রীবাহী মিনিবাস চৌমুহনী বাজার থেকে জেলা শহর মাইজদী আসার পথে শহরের চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের নতুন বাসষ্ট্যান্ড এলাকায় ৫-৬ জন লোক যাত্রীদের বাস থেকে নামিয়ে পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরআগেই বাসটি অনেকাংশ পুড়ে যায়। অন্যদিকে, শহরের সোনাপুর-মাইজদী সড়কের দত্তেরহাট বাজার এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দূবৃত্তরা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দূর্বৃত্তরা চোরাগুপ্তা হামলা চালিয়ে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে। দূর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য চালু নেই