নোয়াখালীতে বাংলাদেশ ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২ টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়া অন্যান্যের মধ্যে নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শিহাব উদ্দিন শাহিন,জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মমিন বিএসসি,জাহাঙ্গীর আলম বাদশা, জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, সাধারণ সম্পাদক ফজলুল হক সুজনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করে বিশ্বে শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



মন্তব্য চালু নেই