নোয়াখালীতে পেট্রোল বোমা ও ককটেলসহ আটক-৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে চার ব্যাক্তিকে আটক করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৫টি পেট্রোল বোমা, ১৭টি ককটেল, ২’শ ইয়াবা, ৬টি মোবাইল, ১০’হাজার ২’শ ৫৩ টাকা উদ্ধার করে র্যাব।
বৃহস্পতিবার র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডার (এএসপি) মো. শামীম কবিরের নেতৃত্বে একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- জাকির হোসেন (৩৭), হুমায়ন কবির (৩২), দোলেয়ার হোসেন (৩৫) ও এরশাদ উল্ল্যা (৩৬)। তবে আটককৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাব-১১ এর সহকারি পরিচালক ও লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডার (এএসপি) মো. শামীম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের কুতুবপুর গ্রামের একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে ৫টি পেট্রোল বোমা, ১৭টি ককটেল, ২’শ ইয়াবা, ৬টি মোবাইল, ১০’হাজার ২’শ ৫৩ টাকাসহ ৪ জনকে আটক করা হয়েছে। তবে, তারা কোন দলের কিনা তা জানা যায়নি। তিনি আরো জানান, আটককৃতদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। পরে পুলিশ ঘটনার তদন্ত করবে।
মন্তব্য চালু নেই