নোয়াখালীতে পানিতে পড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুপুরে হাতিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের শুন্যের চর গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫) পানিতে পড়ে যায়। তাকে অনেকক্ষন না দেখে তার মা-বাবা পরে পাশের পুকুরে লাশ ভেসে থাকতে দেখতে পায়। এদিকে, ৩টার দিকে বুড়িরচর ইউনিয়নে রেহানিয়া গ্রামে নুরুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম (৪) পানিতে পড়ে মারা যায়।
অপরদিকে, বিকালে চরকিং ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের মধ্য শুল্ককিয়া গ্রামের মামুন মিয়ার পুত্র শাওন (৩) পানিতে ডুবে মারা যায়।
পৃথক পৃথক ভাবে তিন শিশুকে তাদের অভিভাবকরা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদেরকে কর্ত্যব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে। হাতিয়া থানার ওসি গোলাম ফারুক পানিতে পড়ে ৩ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই