নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” শ্লোগানে ২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫।
মঙ্গলবার মৎস্য অধিদপ্তর নোয়াখালীর আয়োজনে র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে বিভিন্ন ব্যানার ও ফেন্টুন সহ একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দুপুরে মাইজদী বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব অনুপম বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুফা মমিন প্রমুখ।
মন্তব্য চালু নেই