নোয়াখালীতে জঙ্গিবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : জঙ্গিবাদ প্রতিরোধে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক ড. মাহে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্যাহ সহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও বৈঠকে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন উপজেলার পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে জেলার নয় উপজেলার পুলিশ প্রশাসনকে আরো সর্তক অবস্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী তল্লাশি চৌকি বসানো, বাসা-বাড়ির মালিকদের অপরিচিত লোকদের যেন বাসা ভাড়া না দেয়া হয় সে পরামর্শও দেওয়া হয়েছে। কোথাও জঙ্গিদের আস্তানা বা অপকর্মকান্ডের খবর পেলে সাথে সাথে তা যেন পুলিশ প্রশাসনকে জানানোর কথাও বলা হয়েছে।
মন্তব্য চালু নেই