নোয়াখালীতে ছাত্রদলের সভাপতিসহ বিএনপি’র ৫ নেতাকর্মী কারাগারে

হরতাল অবরোধের সময় নাশকতার তিনটি মামলায় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি সহ বিএনপি’র ৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর জজআদাতে ১নং আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, শহর বিএনপি’র দপ্তর সম্পাদক আবু হানিফ, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাইসুল হায়দার বাবু সহ ৫ জনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই