নোয়াখালীতে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার

মূল সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন’২০১২ বাস্তবায়ন বিষয়ে করদাতাদের উদ্বুদ্ধ করতে নোয়াখালীতে ‘করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় নোয়াখালী প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর পাবলিক মিলনায়তনে শুল্ক, আবগারী ও মূসক নোয়াখালীর শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কুমিল্লা অঞ্চলের শুল্ক, আবগারী ও মূসক কমিশনারেট বিভাগের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ প্রমুখ। কর্মশালায় শুল্ক, আবগারী ও মূসক বিভাগ নোয়াখালীর সহকারী কমিশনার মিয়া মো. নাজমুল হকের পরিচালনায় মূল সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন’২০১২ বাস্তবায়ন বিষয়ে করদাতাদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধারনা প্রদান করেন।



মন্তব্য চালু নেই