নোয়াখালীতে ইসলামী ছাত্রী সংস্থার ৫ কর্মী আটক

জেলা শহরের গোপন বৈঠক চলাকালীন সময়ে ইসলামি ছাত্রী সংস্থার ৫ নেতাকর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে তাদের আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে সংবর্ধনা লেখা সম্বলিত একটি প্লেকার্ড, ইসলামের আদর্শ, আল্লাহর দিকে আহবান, শিক্ষা সাময়িকীসহ বিভিন্ন প্রচারনা জব্ধ করে।

আটককৃতরা হলেন, সোনাইমুড়ী উপজেলার বেলাল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৯), হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বোরহানুল ইসলামের মেয়ে মাহমুদাতুল ইসলাম (১৮) সদর উপজেলার ফতেপুর অহিদুল ইসলামের মেয়ে নাফিসা ইসলাম (১৬), সোনাইমুড়ীর কাশিপুরের এটিএস সাদেকের মেয়ে তাছনুভা মেহেরীন (১৫) সদর উপজেলার রতনপুর মাজুরুল ইসলামের মেয়ে নাদিরা ফেরদৌস(১৭)।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন প্রচরণা উদ্ধার করা হয়ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য চালু নেই