নোয়াখালীতে অটিজম সচেতনতা দিবস পালিত

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী: ‘অটিজম লক্ষ্য ২০৩০ স্নায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান’ শ্লোগানে ৯ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। অটিজম শিশু-কিশোর, অভিভাবক, উন্নয়ন কর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনের অংশগ্রহণে র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সেলিম শাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. মাহে আলম, শহর সমাজসেবা কর্মকর্তা আবদুর রহমান, মুক্তিযোদ্ধা জিএস কাশেম, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী এবিএম শাহাজহান শাহীন, এন-রাশ প্রধান নির্বাহী আবুল হাসেম প্রমুখ।



মন্তব্য চালু নেই