নোয়াখলী সদর ৫ মামলার আসামী অস্ত্রসহ গ্রেফতার
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন থেকে ডাকাতি ও অস্ত্র মামলা আসামী মাসুদ (৩০) নামের এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় দু’নলা বন্দুক জব্দ করা হয়।
রোববার (১০ এপ্রিল) ভোরে ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ উপজেলা এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে।
সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর্জা মো. হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ডাকাত মাসুদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। রোববার ভোরে গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে অন্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার নামে সুধারাম থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৫টি মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই