নোবেল পাওয়া ক্রিকেটার!

না, ক্রিকেটে নোবেল পুরস্কার নেই। কিন্তু এমন এক ক্রিকেটার আছেন, যাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তবে ক্রিকেটের জন্য নয়, তিনি নোবেল পেয়েছিলেন সাহিত্যের জন্য। তিনি হলেন স্যামুয়েল বেকেট।

উপন্যাস, ছোটোগল্প, নাটক সাহিত্যের বহুক্ষেত্রেই অবাধ বিচরণ করেছেন তিনি। ফরাসি সাহিত্যে অনন্য প্রতিভার সাক্ষর রেখে গেছেন। আর সে কারণেই ১৯৬৯ সালে তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল।

তবে ছোটোবেলা থেকে পড়াশোনায় ডুবে থাকলেও, ক্রিকেটে কম আগ্রহ ছিল না বেকেটের। বাঁ হাতে ব্যাট এবং বল দুটোই করতেন। তার প্রতিভায় ব্রিটেন ক্রিকেট এতোটাই প্রভাবিত হয়েছিল যে ১৯২৫-২৬ সালে ডাবলিন বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ পান বেকেট। নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেন তিনি।

শোনা যায়, এই ম্যাচে তিনি তেমন কিছু করে দেখাতে পারেননি। ব্যাট হাতে মাত্র ৩৫ রান করেছিলেন। তারমধ্যে সর্বোচ্চ রান ছিল ১৮। তবে বল হাতে সম্পূর্ণ ব্যর্থ, একটা উইকেটও শিকার করতে পারেননি। এরপর তিনি সেভাবে আর ক্রিকেট না খেললেও, খেলার প্রতি আগ্রহটা কিন্তু রয়েই গিয়েছিল।



মন্তব্য চালু নেই