নোকিয়ার নতুন ফোনে চার্জ থাকবে এক মাস

গ্রাহকদের হাতে সস্তায় মোবাইল ফোন তুলে দিয়েই মূলত বেশ ক’বছর একচ্ছত্রভাবে বাজার দখলে রেখেছিল নোকিয়া। সেই কৌশলটিই কাজে লাগাচ্ছে মাইক্রোসফট। সম্প্রতি নোকিয়া কিনে নেয়ার পর তারা সস্তায় এমন এক ফোন বাজারে এনেছে যা দিয়ে খুব সহজেই এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বাজার দখল করতে পারবে বলে আশা করা হচ্ছে।

নোকিয়া-২১৫ মডেলের এই ফোনের দাম হবে মাত্র ২৯ ডলার বা বাংলাদেশি প্রায় ২৩শ টাকা।

তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এ ফোনে একবার চার্জ দিলে টানা এক মাস চলবে। অর্থাৎ এর স্ট্যান্ডবাই টাইম ২৯ দিনেরও বেশি।

এতে বিল্টইন রয়েছে- ওপেরা মিনি ব্রাউজার, ফেসবুক ম্যাসেঞ্জার, টুইটার এবং আরো কিছু অ্যাপস।

সস্তা হলেও ফোনটিতে আছে ৩২০x২৪০ পিক্সেলের ডিসপ্লে, ০.৩ মেগাপিক্সেলের ভিজিএ ক্যামেরা, রেডিও, টর্চ। আর মাইক্রো এসডি কার্ড স্লট তো থাকছেই।

শুধু তা-ই নয়, এটি ২জি এজ মডেম হিসেবেও ব্যবহার করা যাবে।



মন্তব্য চালু নেই