নেপালকে সহায়তার হাত বাড়িয়ে রাবি শিক্ষার্থীরা
রাবি: নেপালের জনগণকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে টাকা পাঠানোর বিষয়টি তুলে ধরেন সাহায্য সমন্ববয়ক মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অনুদান এরই মাঝে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে পাঠানো হয়েছে।
আরিফুল বলেন, ‘নেপালের ভূমিকম্প বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান’ এ শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গত ৫ ও ৬ মে বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল ও কয়েকটি বিভাগে আর্থিক অনুদান সংগ্রহ করেন। এ কাজে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ‘ইচ্ছে’, ‘বাঁধন’, ‘স্বজন’সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে।
সকলের প্রাণবন্ত প্রচেষ্টায় ১৫ হাজার ৩শ টাকা সংগ্রহ করে ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন’ এর গুলশান শাখার নেপাল অ্যাম্বাসির একাউন্ট নম্বরে (১৮০৪০১১৮০) জমা দেয়া হয়।
মন্তব্য চালু নেই