নেত্রী অবরুদ্ধ, ফেসবুকে ব্যস্ত নেতারা
‘গণতন্ত্র রক্ষা ও গণতন্ত্র হত্যা’ দিবস নিয়ে প্রধান দু’দলের পাল্টাপাল্টি অবস্থান নিয়ে সারাদেশে উত্তাল অবস্থায় বিএনপি চেয়ারপারসন যখন গুলশান কার্যালয়ে অবরুদ্ধ ঠিক সেই মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যস্ত দলের শীর্ষ অনেক নেতা।
সোমবার ভোরে শহরে পতাকা মিছিল বের করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে পরে তারা শহর থেকে নিজেদের গুটিয়ে ঢাকায় চলে যান।
আর ঢাকায় অবস্থান নেয়া নারায়ণগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের কিছু নেতা ব্যস্ত রয়েছেন ফেসবুকে।
সরকারপতন আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানে বিক্ষোভে উত্তাল সারাদেশে দলীয় নেতারা যখন রাজপথ দখলে নেয়ার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে আলোচিত বেশকিছু নেতাকে মাঠে দেখা যাচ্ছে না। মাঠ থেকে দূরে সরে গিয়ে তারা অনেকেই বাসায় নিরুদ্বিগ্ন সময় পার করছেন। আর এ সুযোগে তারা ফেসবুকে ব্যস্ত সময় পার করছেন।
বিভিন্ন বেসরকারি টেলিভিশনের টকশোতে বড় বড় বুলি আওড়ানো সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার পারভেজ, মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহম্মেদ, রূপগঞ্জ ছাত্রদলের সালাউদ্দিন দেওয়ান, সিদ্ধিরগঞ্জ যুবদলের সহ সভাপতি রাকিব দেওয়ান, সোনারগাঁও থানা যুবদলের সভাপতি ফারুক আহম্মেদ তপন, বিএনপি নেতা কবির খানসহ বেশ আরো কিছু নেতাদের বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া গেছে অনলাইনে।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন দুপুর আড়াইটায় তার টাইম লাইনে একটি স্ট্যাটাস আপডেট করেন। সেখানে লেখা রয়েছে, ‘নারায়ণগঞ্জে বসে থাকলে হাসিনার পতন সম্ভব নয়, ঢাকাতে আসুন। আমি আছি, থাকব। আজ নেত্রী যদি বের হতে পারেন, আজই খেল খতম। আমার কিছু হলে আমার জানাজায় শরিক হবার আহ্বান জানিয়ে আপাতত বিদায়।’
বিকেল ৩টা ২৭ মিনিটে জেলা ছাত্রদলের যগ্ম আহ্বায়ক তার টাইম লাইনে স্ট্যাটাস আপডেট করে লিখেছেন, Police will decide where khaleda zia sud go or stand….. is it possible in a democratic, free country…wat the f…ck!!!!!!!
এছাড়াও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, উজ্জল হোসেন, শাহেদ আহম্মেদ, সালাউদ্দিন দেওয়ানসহ অন্যদের সকালে বিএনপির পতাকা মিছিলের ছবি ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আপলোড হওয়া সংবাদ শেয়ার করতেই ব্যস্ত থাকতে দেখা গেছে।
মন্তব্য চালু নেই