নেতা নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিক ‘না’
বাংলাদেশ আওয়ামী লীগের দুইদিনব্যাপী ২০তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুধু কাউন্সিলরদের জন্য। তাই রোববারের অনুষ্ঠানে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারবেন না।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানের ঘোষণা মঞ্চ থেকে বার বার জানানো হচ্ছে বিষয়টি।
দ্বিতীয় দিনের অধিবেশনের শুরুতে জেলা নেতারা তাদের সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন। এরপর এই রিপোর্ট পাস করা হবে। এরপর কাউন্সিলরা তাদের বক্তব্যে সাংগঠনিক চিত্র এবং সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে মতামত দিতে পারবেন। এরপর দলের গঠনতন্ত্রের সংশোধন ও ঘোষণাপত্র অনুমোদন দেওয়া হবে। গঠনতন্ত্র সংশোধনের পরপরই বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।
মধ্যাহ্ন বিরতির পরই নির্বাচন প্রক্রিয়ায় যাবে নির্বাচন কমিশন। কোনো পদে একাধিক প্রার্থী থাকলে কেবল সেই পদেই ভোটাভুটি হবে।
সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
রোববার সকাল থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে জড়ো হয়েছেন কাউন্সিলররা। কেউ কেউ সারিবদ্ধভাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করছেন।
মন্তব্য চালু নেই