নেতাকর্মীদের প্রতি বিএনপির হাইকমান্ডের নির্দেশনা
চলমান আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার ও আইনশৃঙ্খলাবাহিনী পরিচয়ে ধরে নেওয়ার পর হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
অবিলম্বে বন্দুকযুদ্ধের নামে হত্যা থেকে বিরত থাকতেও পুলিশ ও র্যাবসহ সকল আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
এছাড়া চলমান পরিস্থিতিতে নেতাকর্মীরা (সারাদেশে) যখনই আইনশৃঙ্খলাবাহিনীর হাতে গ্রেফতার হবেন তখনকার ব্যাপারে নেতাকর্মীদের কিছু সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বরাত দিয়ে দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব নির্দেশনা ও সতর্কতার কথা জানান।
নেতাকর্মীদের প্রতি সতর্কতা ও নির্দেশনাগুলো হচ্ছে- কোথাও আইনশৃঙ্খলাবাহিনীর বিশেষ করে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে গ্রেফতার করতে আসলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকা বিশেষ করে জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডের সিনিয়র নেতাদের তা জানানো।
এছাড়া সংশ্লিষ্ট এলাকার আইনজীবী সমিতিসহ আইনজীবী নেতাদের দ্রুত পরিস্থিতি সম্পর্কে জানানো। বিএনপির কেন্দ্রীয় দফতর বিভাগ, সংশ্লিষ্ট এলাকার (জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড) দলের দফতরকেও পরিস্থিতি সম্পর্কে জানাতে বলা হয়েছে।
যতদূর পারা যায়, অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের নাম, পদ-পদবীসহ বিস্তারিত জেনে নেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সব শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিনিয়র নেতা, চেয়ারপারসনের প্রেস উইং, ব্যক্তিগত কর্মকর্তাদের (যাকে পাওয়া যায়) সঙ্গে সব সময় যোগাযোগ রাখতে বলা হয়েছে।
মন্তব্য চালু নেই