নেতাকর্মীদেরকে আয়নায় মুখ দেখার পরামর্শ গয়েশ্বরের
বিএনপির নেতাকর্মীদের আয়নার সামনে দাঁড়িয়ে মুখ দেখার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে জাসাস ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ পরামর্শ দেন।
তিনি বলেন, ‘আপনারা জিয়াউর রহমানের দল করেন। কিন্তু জিয়ার আদর্শ আপনাদের মাঝে কতটুকু আছে? সভা শেষে আজ আয়নার সামনে আপনাদের চেহারাটা একবার দেখে নিবেন। আপনার অন্তরে জিয়ার আদর্শ কতটুকু আছে তা উদঘাটন করার চেষ্টা করবেন।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, ‘কমিটি থাকলো কী থাকলো না, পদ থাকলো কী থাকলো না এটা নিয়ে কোন কাড়াকাড়ি করে লাভ হবে না। গলা ফাটিয়ে উত্তপ্ত স্লোগান দিয়ে আন্দোলন সফল করা যায় না। আন্দোলন করতে হলে আর্দশ থাকতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সাত সমুদ্র তেরনদীর পাড় থেকে তারেক একটা মন্তব্য করেছে তা তাতেই সরকার শঙ্কিত হয়ে পড়েছে। সবাই মিলে তারেককে পঁচানোর চেষ্টা করছে। পত্রপত্রিকাও তাকে পঁচানোর কম চেষ্টা করেনি, কিন্তু পারেনি। তারেক জিয়াকে বাঁচানোর জন্য কোন ফরমালিনের প্রয়োজন হয়নি।’
জাসাসের উত্তরের আহবায়ক ডা. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সভাপতি এম এ মালেক, সহ-সভাপতি আহসানুল্লাহ চৌধুরী, জাসাস উত্তরের সহ-সভাপতি আবু সালেহ, বাবুল আহমেদ এবং জাসাস দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর সিকদার প্রমুখ।
মন্তব্য চালু নেই