নেইমার যখন নাচিয়ে

নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের সঙ্গে নেই নেইমার। এ সময় খেলা নেই বার্সেলোনারও। তাই অখণ্ড অবসরে আছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার দ্য সিলভা। তবে সময়টা অলস কাটছে না। নিজ দেশে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সময় পার করছেন। সময় দিচ্ছেন নিজের প্রতিষ্ঠান ইনিস্টিস্টিউট অব নেইমার দ্য জুনিয়র এ।

গতকাল তিনি যান রিও ডি জেনেরিওতে অবস্থিত সাম্বা স্কুল গ্রান্ডে রিও এর হেডকোয়ার্টারে। সেখানে তিনি ২০১৬ কার্নিভালের জন্য নাচের প্রস্তুতি নেওয়া ছাত্র-ছাত্রীদের সঙ্গে নেচেছেন। কার্নিভালে যে গানটির সঙ্গে নানা হবে সেই একই গানে নাচেন নেইমার।

এরপর পার্টি করেন। সকলের সঙ্গে সময় কাটান।



মন্তব্য চালু নেই