নেইমার-পেড্রোর গোলে বার্সার জয়

স্প্যানিশ লা লিগা ফুটবলে শিরোপার পথে আরও একধাপ এগিয়েছে বার্সেলোনা। শনিবার রাতে রিয়াল সোসিদাদকে ২-০ গোলে হারিয়েছে দলটি। এ রাতে বার্সার জয়ের নায়ক নেইমার দ্য জুনিয়র ও বদলি খেলোয়াড় পেড্রো রদ্রিগেজ। ম্যাচের ৫১ মিনিটে নেইমারের গোলে এগিয়ে গেছে বার্সা। ৮৫ মিনিটে দুর্দান্ত ব্যাকভলিতে ব্যবধান দ্বিগুন করেছেন পেড্রো।

ম্যাচের শুরু থেকেই সোসিদাদের শিবিরে একের পর এক হানা দিয়েছে বার্সেলোনা। তবে সোসিদাদের গোলরক্ষক রুলির নৈপুণ্যে বারবার হতাশ হতে হয়েছে মেসি-সুয়ারেজ-নেইমারদের। প্রথমার্ধের খেলা গোলশূন্যই থেকেছে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়েছে বার্সেলোনা। এরই সুফল হিসেবে মেসির সহায়তায় ‘ডেড লক’ ভেঙ্গে গোল করেছেন নেইমার। আর ৮৫ মিনিটে সংঘবদ্ধ এক আক্রমণ থেকে দর্শনীয় গোল করেছেন ৮২ মিনিটে বদলি হিসেবে মাঠা নামা পেড্রো।

লিগে বার্সার আর ২টি ম্যাচ বাকি রয়েছে। শিরোপা জিততে এই দুই ম্যাচেই জয়ের চাপ থাকছে বার্সেলোনার উপর। কেননা, আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শিরোপা জয়ের অদম্য সংকল্পে।



মন্তব্য চালু নেই