‘নেইমারের প্রভাব কাজে লাগিয়েছি`

রিও অলিম্পিকে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নেইমার। সেরা খেলোয়াড় হিসেবে দলে যথেষ্ট প্রভাব রয়েছে তার। অলিম্পিক ফুটবলে নেইমারের সেই প্রভাব কাজে লাগিয়েছেন রোজারিও মিকেলে। এই ইভেন্টে প্রথমবারের মতো সোনা জয়ের পর এমনটাই জানালেন ব্রাজিলের কোচ।

নেইমারের প্রশংসায় পঞ্চমুখ অলিম্পিকে ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করা রোজারিও মিকেলে বলেন, ‘সে (নেইমার) জাতীয় দলের অধিনায়ক। দলের জন্য নিবেদিত প্রাণ। ভালোভাবেই টুর্নামেন্ট শেষ করেছি। দলে নেইমারের প্রভাব সর্বোচ্চটুকু কাজে লাগিয়েছি। তাতে গোটা টিমই ভালো খেলেছে।’

পাঁচবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী নারী ফুটবলার মার্তা। তার সঙ্গে নেইমারের তুলনা চলে না বলে জানান রোজারিও। বলেন, ‘এটা ব্রাজিলের সংস্কৃতিরই অংশ যে আমরা এটা ( মার্তার সঙ্গে নেইমারের তুলনা) করছি। আমরা একদিন একজনকে ভালোবাসি, আরেকদিন অন্যকে। কখনো আমরা চরম পর্যায়ে চলে যাই, আবার সেখান থেকে ফিরে আসি।’



মন্তব্য চালু নেই