নেইমারের জন্য আপীল করবে ব্রাজিল

কলম্বিয়ার বিপক্ষে আচরণগত সমস্যার কারণে লাল কার্ড পান নেইমার। পরবর্তীতে লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি নেইমারকে চার ম্যাচ নিষিদ্ধ করে।

পাশাপাশি ১০ হাজার ডলার জরিমানা করে। নেইমারের এই নিষেধাজ্ঞা ও জরিমানার বিরুদ্ধে আপীল করবে ব্রাজিল। এমনটাই জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা।

তিনি বলেন, ‘ব্রাজিল ফুটবল কনফেডারেশনের আইন সংক্রান্ত বিভাগ নেইমারের লাল কার্ডের বিরুদ্ধে আপীল করবে। কেন নেইমারকে চার ম্যাচ নিষিদ্ধ করা যুক্তযুক্ত নয় সে বিষয়ে তথ্য প্রমাণাদি তুলে ধরবে।

ব্রাজিল আসলে ন্যায় বিচার চায়। সুবিধা চায় না। নেইমারকে ২০ বার লাথি মারা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে রেফারি কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আমাদের সেরা খেলোয়াড়দের নিরাপত্তা চাই। শুধু নেইমার নয়, মেসি, সানচেজ, ডি মারিয়াদের মতো খেলোয়াড়দের বেশি বেশি ফাউলের হাত থেকে রক্ষা করা উচিত।’

কনকমবল এর আগে কোপা আমেরিকা বোর্ড বৃহস্পতিবার নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করে। কিন্তু শুক্রবার কনকমবল ব্রাজিলিয়ান তারকাকে চার ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা আরোপ করে।



মন্তব্য চালু নেই