না.গঞ্জের সাত খুন

নূর হোসেনের ক্যাশিয়ার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের প্রধান তিন সহযোগীর অন্যতম ও ক্যাশিয়ার আলী মোহাম্মদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাত খুন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মন্ডল জানান, আলী মোহাম্মদ আখাউড়া এলাকার সীমান্তবর্তী স্থানে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।



মন্তব্য চালু নেই