নূরজাহান বেগমের মৃত্যুতে গবিসাসের শোক প্রকাশ
বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশসহ উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক ‘বেগম’ এর সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি গবিসাস সভাপতি মাসুদ আজীম ও সাধারন সম্পাদক মেহেদী তারেক গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এক শোক বার্তায় তারা বলেন, নারী সাংবাদিকতায় নুরজাহান বেগমের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। বাঙালি নারী জাগরণের লক্ষ্যে উদ্দীপনা ও অনুপ্রেরণাই শুধু নয়, তিনি পৃষ্ঠপোষকতা ওসক্রিয়ভাবে কাজ করেছেন। নারী প্রতিভা অন্বেষণের মাধ্যমে সৃজনশীল নারী ব্যক্তিত্বের সাহিত্য বিকাশে তাঁর অবদান অসাধারণ। তিনি তার কাজের মাঝেই বেঁচে থাকবেন। তার মৃত্যুতে গবিসাস শোকাহত।একইসাথে তারা নুরজাহান বেগমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য চালু নেই