নীল নকশার নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার : অভিযোগ বিএনপির
পুলিশ ও র্যাবের সহযোগিতায় সরকার ও নির্বাচন কমিশন একটি নীল নকশার নির্বাচনের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, ‘আমরা পুরোপুরি অনিশ্চয়তার মধ্য দিয়ে ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিকে যাচ্ছি। তার পরও আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে সুযোগ দিবে।
রাজধানীর নয়াল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মওদুদ আহমদ এ সব কথা বলেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের পূর্ব মুহূর্তে বিএনপি সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তোলে।
মন্তব্য চালু নেই