নীলফামারি জেলায় অাবারো ভয়াবহ অগ্নিকান্ডঃ এবার শতাধিক দোকান ভষ্মীভূত
নীলফামারি জেলার ডিমলা উপজেলার বড় বাজারে (ভেতর বাজার) সংঘটিত এই অগ্নিকান্ডে শতাধিক দোকান পুড়ে গেছে ।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অাজ বুধবার ভোরে চুড়িপট্টি থেকে অাগুনের সূত্রপাত হয়ে মূহুর্তে তা অাশ-পাশের দোকানে ছড়িয়ে পড়ে । এসময় ডিমলা ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারাসহ ডোমার ও নীলফামারির অারো দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা করে সকাল ৮টার দিকে অাগুন নিয়ন্ত্রনে অানে । অাগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে ইলেকট্রোনিক্স,চুড়ি,কাপড় ও মণিহাড়ি দোকান রয়েছে । অগ্নিকান্ডের ব্যাপারে ডোমার ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার শ্রী ভূমেন্দ্রনাথ বর্মণ জানান, এখনও অগ্নিকান্ডের কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না, তবে অাগুন পুরোপুরির নিয়ন্ত্রনে অাসায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমেছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হচ্ছিল ।
উল্লেখ্য যে, গত ২৫ শে জানুয়ারি নীলফামারির সৈয়দপুরের কাপড় মার্কেটের ৬০ টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং ঠিক তার দুদিন বাদে অর্থ্যাৎ ২৭শে জানুয়ারি কাপড় মার্কেটের পাশের মসলা পট্টির ৪০ টি দোকান পুড়ে যায় ।
বিশেষজ্ঞদের মতে, ঐ দুটি অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে ।
মন্তব্য চালু নেই