নীলফামারীর ডিমলায় নৌকা প্রতীক পেলেন যারা

হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে : নীলফামারীর ডিমলা উপজেলায় ১০ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনের জন্য দলীয় প্রতিক নৌকা পেলেন ১০ জন আওয়ামীলীগ নেতাকর্মী প্রার্থীরা। নির্বাচর কমিশন (ইসি)’র ঘোষনা অনুযায়ী আগামী ২৩ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত ডিমলা উপজেলায়।

গত ১৯ মার্চ আওয়ামীলীগের নৌকা প্রতিক পেয়ে আসন্ন ইউপি নির্বাচনে ভোট যুদ্ধে নামতে যাচ্ছেন ডিমলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ আবুল কাশেম সরকার,বালাপাড়ায় মোঃ জহুরুলর ইসলাম ভূইয়া,পূর্বছাতনাই মোঃ আব্দুল করিম সরকার, পশ্চিম ছাতনাই মোঃ আনোয়ারুল হক সরকার,ঝুনাগাছ চাপানী মোঃ মোজাম্মেল হক, গয়াবাড়ী মোঃ শরীফ ইবনে ফয়সাল (মুন) , টেপাখড়িবাড়ী ম্ঃো ময়নুল হক,খালিশা চাপানী মোঃ আতাউর রহমান সরকার,নাউতারা মোঃ সাইফুল ইসলাম ও খগাখড়িবাড়ী ইউনিয়নে মো জাহাঙ্গীর আলম।

নৌকা প্রতিক পাওয়ার পরেই এসব নেতাকর্মীর সমথকদের মধ্যে উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে। কোথাও কোথাও আবার এসব সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা আনন্দ মিছিল করেছে গ্রামের হাটবাজার গুলোতে বলেও খবর পাওয়া গেছে।



মন্তব্য চালু নেই